নিজস্ব প্রতিবেদক :
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্বদেশ বাণী.কম ৮ বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটার আয়োজন করা হয়। ৪ নভেম্বর সোমবার বিকেলে রাজশাহী নগরীর পিঁপড়া আপ্যায়ন এ্যান্ড কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন স্বদেশ বাণী’র সম্পাদক কামরুজ্জামান বাদশা। সম্মানিত অতিথিরা স্বদেশ বাণী লিখা কেক কাটেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুনর রশিদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম (জুলু), রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর হক মন্টু, রাজপাড়া থানা বিএনপির আহবায়ক মিজানুর রহমান, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব।
এছাড়াও উপস্থিত ছিলেন,বোয়ালিয়া থানা বিএনপির সদস্য সচিব বজলুল জামান মোহন, বোয়ালিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোবারক আলী,দৈনিক রাজশাহীর খবরের বার্তা সম্পাদক নাহিদ ইসলাম,রাজশাহী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও নতুন প্রভাত পত্রিকার বার্তা সম্পাদক ওমর ফারুক, রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্য ডালিম হোসেন শান্ত। বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী মহানগরের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন,বরেন্দ্র প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সোনালী খবর পত্রিকার রাজশাহী প্রতিনিধি সাকিবুল ইসলাম স্বাধীন, দৈনিক আজকের প্রত্যাশা পত্রিকার রাজশাহী প্রতিনিধি নাজমুল হকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্য সোয়াদ আলী।