স্বাধীন স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরীর বাংলাদেশ অভিষেক হয় গত মার্চে ভারতের বিপক্ষে। অভিষেক ম্যাচ থেকেই তার পারফরম্যান্স চোখে পড়ার মতো—কেবল খেলায় পারদর্শী নয়, দলকে মাঠে নেতৃত্ব দেওয়া, উদ্বুদ্ধ করা, ভুলত্রুটি সঠিক করার পাশাপাশি সমস্যা দেখা দিলে এগিয়ে আসার মতো গুণাবলীও দেখিয়েছেন। এসব গুণের কারণে এবার তাকে বাংলাদেশ দলের অধিনায়ক করার প্রস্তাব দিয়েছেন দেশের সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল হক।
এই প্রস্তাব আসে জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজনকৃত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে। অনুষ্ঠানে আমিনুল হক বলেন,
“হামজার মতো একজন ফুটবলার যদি অধিনায়কত্ব করে, তাহলে বাংলাদেশ দল অনেকটাই নির্ভার হবে। তার নেতৃত্ব দেওয়ার গুণ আছে, তিনি লেস্টার সিটি ক্লাবে অধিনায়কত্ব করেছেন।”
হামজা বাংলাদেশ দলে খেলছেন মাত্র পাঁচ মাস হলেও অভিষেকের আগেই ইংল্যান্ডের ফুটবলে খেলার মাধ্যমে অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করেছেন। লেস্টার সিটির হয়ে অধিনায়কত্ব করেছেন বহুবার। এই অভিজ্ঞতা এবং দলের মধ্যে তার অবিচ্ছেদ্য অবস্থানের কারণে তাকে অধিনায়ক করার প্রস্তাব দিয়েছেন আমিনুল হক।
বর্তমানে বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। জামাল ভূঁইয়া দীর্ঘদিন ধরে শুরুর একাদশে সুযোগ পাচ্ছেন না। এই অনুপস্থিতিতে মাঝে মাঝে তপু বর্মণ, আবার কখনো সোহেল রানার হাতে দায়িত্ব এসে পড়ছে। এ ধরনের নিয়মিত পরিবর্তন দলীয় কনফিউশন বা দ্বিধা-দ্বন্দ্ব তৈরি করতে পারে।
আমিনুল হক এই পরিস্থিতির স্থায়ী সমাধান চান। তিনি বলেন,
“বর্তমানে একেকজনকে একেক সময় দায়িত্ব দেওয়া হচ্ছে। এটি স্বাভাবিকভাবেই দ্বিধা বা দ্বন্দ্ব তৈরি করতে পারে। হামজা অধিনায়ক হলে কেউ দ্বিমত করবে না, বরং দল আরও উৎসাহিত হবে। ফেডারেশন, টিম ম্যানেজমেন্ট বা ভবিষ্যতে হামজাকে অধিনায়কত্ব দিলে বাংলাদেশের ফুটবলে ইতিবাচক প্রভাব পড়বে।”
হামজা চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ দলের জন্য আশাব্যঞ্জক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তার অভিজ্ঞতা, মাঠে দিকনির্দেশনা এবং খেলোয়াড়দের সঙ্গে সমন্বয় করার ক্ষমতা নতুন প্রজন্মের ফুটবলারদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে।
দলের ভক্তরা ইতিমধ্যেই তাকে অধিনায়ক হিসেবে দেখতে আগ্রহী। তাদের আশা, হামজার নেতৃত্বে বাংলাদেশ ফুটবল নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দেশের জন্য গৌরবময় মুহূর্ত উপহার দেবে।