মোঃ ইসলাম উদ্দিন তালুকদার ::
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার রতনশ্রী ১ নং ওয়ার্ড, এলাকা থেকে নিখোঁজ হওয়ার ২ দিন পরও সন্ধান মিলছে না তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী খাদিজা আক্তার আমিনার।
নিখোঁজ খাদিজা আক্তার আমিনার পিতার নাম মৃত শাহীন মিয়া । মায়ের নাম কানন বেগম, তিনি বলেন আমার মেয়ে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার রতনশ্রী ১ নং ওয়ার্ড এলাকায়।
নিখোঁজের ঘটনায় খাদিজার মা কানন বেগম তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এতে নিখোঁজ খাদিজার মা কানন বেগম উল্লেখ করেন, তার মেয়ে গত ১৪ই মার্চ শুক্রবার তার বোনের বাসায় শ্রীপুর যাওয়ার উদ্যোশে ঘর থেকে বের হয়েছিল পরে আমি খোঁজ নিয়ে জানতে পারি আমার মেয়ে তার বোনের বাসায় যায়নি। তখন আনুমানিক সময় দুইটা এর পর থেকে কোন খুঁজ পাওয়া যাচ্ছে না তার।
নিখোঁজ খাদিজা আক্তার আমেনার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চুল কালো ও লম্বা, উচ্চতা ৫ ফুট। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ, মোবাইল- ০১৭৮০৬৬০৫৫৭।
খাদিজা আক্তার আমেনার নিখোঁজের ঘটনায় মা কানন বেগম সুনামগঞ্জ জেলা প্রশাসনসহ বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন তার মেয়েকে ফিরিয়ে এনে দেওয়ার জন্য।