অপরিষ্কার পরিবেশে চবি চাকসু নির্বাচন: এক দশক পর ছাত্রদলের প্রতীকী পুনরুত্থান

কামরুল ইসলাম:

 

জাতীয় নির্বাচনের মাত্র চার মাস আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দীর্ঘ প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অপরিষ্কার–অপরিচ্ছন্ন ও অগোছালো পরিবেশে। এবারের নির্বাচনে ছাত্রদল–সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক এজিএস পদে জয়ী হয়েছেন, যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি–সমর্থিত ছাত্র রাজনীতির জন্য একটি ‘প্রতীকী পুনরুত্থানের’ ইঙ্গিত। মোট ২৬টি পদের মধ্যে এটি একমাত্র পদ যেখানে ছাত্রদল জয় পেয়েছে। ভিপি ও জিএসসহ বাকি ২৪টি পদে জয়ী হয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল, আর ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

২০১৩ সালের পর থেকে সংঘর্ষ, মামলা ও প্রশাসনিক নজরদারির কারণে চবিতে ছাত্রদল কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। এ সময় ক্যাম্পাসে ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্য এবং পরবর্তীতে শিবিরের উত্থানে সংগঠনটি পুরোপুরি আড়ালে চলে যায়। তবে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর প্রাক্তন ও বর্তমান কিছু নেতা পুনর্গঠন কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন এবং ধীরে ধীরে ক্যাম্পাসে পুনরায় উপস্থিতি জানান দেন। এই নির্বাচনে তাদের অংশগ্রহণই ছিল সেই দীর্ঘ প্রস্তুতির বাস্তব রূপ।

তৌফিকের বিজয়ের পর ছাত্রদলের নেতাকর্মীরা জানান, জেতা কঠিন হলেও প্রার্থী হওয়াই ছিল বড় চ্যালেঞ্জ ও সাহসের প্রতীক। এক সময় চবিতে ‘ছাত্রদল’ নাম উচ্চারণ করাই ছিল ভয় ও নিষেধের বিষয়। বিশ্লেষকরা বলছেন, সংখ্যাগতভাবে এটি ছোট বিজয় হলেও রাজনৈতিকভাবে এটি ছাত্রদলের পুনরুত্থানের সূচনা। এই ফলাফল দেখাচ্ছে, চবি রাজনীতিতে তাদের প্রভাব এখনো পুরোপুরি হারিয়ে যায়নি এবং আসন্ন দিনগুলোতে শিবির ও ছাত্রদলের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নতুন করে জেগে উঠতে পারে।

এদিকে নির্বাচন ঘিরে চবি প্রশাসনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ দেখা গেছে। ভোটের দিন ক্যাম্পাসে অপরিষ্কার পরিবেশ, অগোছালো বুথ ব্যবস্থাপনা এবং ভোটার তালিকায় নানা অসঙ্গতি লক্ষ্য করা গেছে। অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন, তারা সঠিকভাবে ভোট দিতে পারেননি। সব সমালোচনার মধ্যেও এই নির্বাচনের ফলাফলে ছাত্রদল এক দশক পর চবি ক্যাম্পাসে নিজেদের উপস্থিতি জানান দিতে সক্ষম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *