অসুস্থ যুবদল নেতা মোঃ সাগর প্রধানকে দেখতে গেলেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ

প্রতিবেদক- ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী।

(৪ অক্টোবর) শনিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জের গোদনাইল ভুয়া পাড়ায় মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাগর প্রধান অসুস্থ অবস্থায় নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন—এ খবর পেয়ে তাকে দেখতে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুসহ দলের বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা সাগর প্রধানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। পাশাপাশি তারা মহান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *