আইন-শৃঙ্খলায় বিশেষ অবদানের স্বীকৃতি: মিরসরাই ইউএনও সোমাইয়া আক্তারকে ‘দৈনিক স্বাধীন সংবাদ’ পদক প্রদান।

এন আলম রাসেল চৌধুরী:

​ আইন-শৃঙ্খলার উন্নয়ন ও জনসেবায় তাঁর অনন্য সাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তারকে বিশেষ সম্মাননা পদক প্রদান করেছে জনপ্রিয় জাতীয় দৈনিক ‘দৈনিক স্বাধীন সংবাদ’।

০১ ডিসেম্বর, ২০২৫ তারিখে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই পদক তুলে দেওয়া হয়। দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার পক্ষে সম্মাননা পদকটি ইউএনও সোমাইয়া আক্তারের হাতে তুলে দেন পত্রিকার স্টাফ রিপোর্টার এন আলম রাসেল চৌধুরী।​

জনবান্ধব প্রশাসন ও কঠোর নজরদারি:​জানা যায়, ইউএনও সোমাইয়া আক্তার মিরসরাই উপজেলায় যোগদানের পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এক নতুন মাত্রা যোগ করেছেন। বিশেষ করে, মাদকবিরোধী অভিযান, বাল্যবিবাহ প্রতিরোধ, সরকারি সম্পত্তি রক্ষা এবং যানজট নিরসনে তাঁর কঠোর ও জনবান্ধব পদক্ষেপগুলি সর্বমহলে প্রশংসিত হয়েছে। তাঁর এই সক্রিয় ভূমিকার কারণেই মিরসরাইয়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রয়েছে বলে মনে করে স্থানীয় সুধীমহল।​

পত্রিকার স্টাফ রিপোর্টার এন আলম রাসেল চৌধুরী পদক প্রদানকালে বলেন, “দৈনিক স্বাধীন সংবাদ সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকা ব্যক্তিত্বদের সম্মান জানাতে প্রতিজ্ঞাবদ্ধ। ইউএনও সোমাইয়া আক্তার তাঁর কর্মদক্ষতা, সততা এবং জনগণের প্রতি তাঁর দায়িত্ববোধের মাধ্যমে মিরসরাইয়ের মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর কর্মপদ্ধতি অন্যান্য সরকারি কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণার উৎস।” ​

সম্মাননা পদক গ্রহণ করে ইউএনও সোমাইয়া আক্তার দৈনিক স্বাধীন সংবাদ কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “এই সম্মাননা আমার একার নয়, এটি মিরসরাই উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনগণের ঐকান্তিক প্রচেষ্টার ফল।

আইন-শৃঙ্খলা রক্ষা করা একটি সম্মিলিত প্রচেষ্টা। এই পদক আমাকে আগামী দিনে জনগণের সেবায় আরও বেশি মনোযোগী হতে উৎসাহিত করবে।” তিনি আরও যোগ করেন, ভবিষ্যতেও তিনি সততা ও নিষ্ঠার সাথে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।

​এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি ইউএনও সোমাইয়া আক্তারের প্রতি স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের গভীর শ্রদ্ধার প্রতিফলন ঘটিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *