আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে এবার সুষ্ঠু নির্বাচন দেখতে চায়: খসরু

স্বাধীন সংবাদ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধরী বলেছেন, শুধু দেশের জনগণই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে এবার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। তিনি আরও বলেন, ভোটের তিন মাস আগে নয়, এখন থেকেই নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা নিতে হবে।

বুধবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এর সঙ্গে বৈঠকের পর আমীর খসরু এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ, বিদেশিদের কাছে নালিশের কিছু নেই। বাংলাদেশে কী হবে, তা দেশের মানুষই নির্ধারণ করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু চলে এসেছে, তাই তিন মাসের জন্য অপেক্ষা না করে নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ও অবগত করার বিষয়েও আলোচনা হয়েছে।

আমীর খসরু আরও বলেন, দেশের মানুষই শুধু ভোটের অপেক্ষায় নেই, বিভিন্ন দেশের কূটনীতিকরাও বাংলাদেশের দ্রুত গণতান্ত্রিক সরকার দেখতে আগ্রহী। নির্বাচনের প্রক্রিয়া নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহী। তারা অবজারভার দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক অনুরোধের প্রেক্ষিতে। ইউরোপীয় ইউনিয়ন আশা করছে, নির্বাচনে স্বচ্ছতা বজায় থাকবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক অব্যাহত রাখতে চায়। পাশাপাশি তারা বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, সংসদকে আরো কার্যকর করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা জোরদারে সহযোগিতা করতে চায়।

বৈঠকে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *