আমি কারোর সঙ্গে সম্পর্কে নেই সিরাজ প্রসঙ্গে মাহিরা

স্বাধীন বিনোদন ডেস্ক:   

 

ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের প্রেম ও বিয়ের ঘটনা নতুন কিছু নয়। এবার নতুন করে আলোচনায় এসেছেন তারকা পেসার মোহাম্মদ সিরাজ ও অভিনেত্রী মাহিরা শর্মার বিষয়টি। সামাজিক যোগাযোগামধ্যমে এই দুজনের সম্পর্কে জড়ানো নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। যা নিয়েই এবার মুখ খুলেছেন মাহিরা।

সিরাজের সঙ্গে প্রেম ও ডেটে যাওয়া নিয়ে সামাজিযোগ যোগাযোগমাধ্যম ব্যাপক আলোচনা শুরু হলে কিছুদিন আগে এক পোস্টে বিষয়টি সত্য নয় বলে স্পষ্ট জানিয়ে দেন মাহিরা। বলেন, ‘আমি কারোর সঙ্গে সম্পর্কে নেই।’ এবার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েও একই কথা বলেছেন তিনি।

মোহাম্মদ সিরাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘আমি সবাইকে অনুরোধ করছি, দয়া করে ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করা বন্ধ করুন। এগুলি পুরোপুরি অসত্য এবং ভিত্তিহীন। আশা করি এবার এই সব কিছুর অবসান ঘটবে।’

সিরাজের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর মাহিরা আরও বলেন, ‘কাউকে আমি আটকাতে পারবো না। সবাই যা খুশি বলে। আমার সহ অভিনেতাদের সঙ্গেও আমার নাম যুক্ত করে। আমি তো কাউকে থামাতে পারবো না। কিন্তু এসব গুজবকে আমি গুরুত্ব দিই না। আপনার যদি মনে হয় এগুলো করে ভালো লাগে তাহলে করুন, আমার কিছুই করার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *