স্বাধীন সংবাদ ডেস্ক:
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্য এনসিপি আংশিক কাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানী গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
গত শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই যোদ্ধারা দাবি আদায়ে বিক্ষোভ দেখান। বিষয়টি স্পষ্ট করতে এবং বিভ্রান্তি দূর করতে সংবাদ সম্মেলনে অংশ নেন সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি জানান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন।
সালাহউদ্দিন আহমদ সংবাদ সম্মেলনে বলেন,
“জুলাই গণ-অভ্যুত্থানে এখন পর্যন্ত আমাদের পরিসংখ্যান অনুযায়ী বিএনপির ৪২২ জন নিহত হয়েছেন। তারা তাদের নেতা-কর্মীদের তালিকাসহ ছবি প্রকাশ করেছেন। এই সংখ্যা আরও বাড়বে, যারা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হয়েছেন। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির যে ভূমিকা, সংগ্রাম ও ত্যাগ—তার রক্তের সিঁড়ি বেয়ে জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।”
তিনি আরও যোগ করেন,
“এখানে শুধু বিএনপি নয়, বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের অবিরাম সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে রক্তের সোপান তৈরি হয়েছে। শাপলা চত্বরের নৃশংস হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল। গণ-অভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়; এটি ১৬ বছরের ধারাবাহিক সংগ্রামের ফসল। তাই বিএনপিকে জুলাই গণ-অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না।”
সালাহউদ্দিন আহমদ বলেন, শনিবার একটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলনে তার বক্তব্যের প্রসঙ্গ টানা হয়েছে। তিনি এটিকে স্বাগত জানিয়েছেন এবং মন্তব্য করেছেন,
“এভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত। গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত। যথেষ্ট সম্মানের সঙ্গেই তারা কথাগুলো বলেছেন।”
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্বে সংঘর্ষের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“জুলাই যোদ্ধা নামে একটি সংগঠন আমাদের সাথেও কথা বলেছিল, ঐকমত্য কমিশনের সাথেও কথা বলেছে। তাদের যৌক্তিক দাবি পূরণের জন্য আমি নিজেও স্ট্যাটাস দিয়েছিলাম। সেই বিষয়টি প্রেসে প্রফেসর আলী রীয়াজ সঠিকভাবে অ্যাড্রেস করেছেন। এরপর তাদের অসন্তোষ থাকার কথা নয়। বিশৃঙ্খলা ঘটেছে, সেটা তদন্তাধীন আছে। দেখা গেছে, কিছু উশৃঙ্খল ছাত্র ঢুকেছে, যাকে আমি ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি। কিন্তু এখানে কোনো জুলাই যোদ্ধা প্রকৃত জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত নয়।”
তিনি আরও বলেন,
“আমি মনে করি না আমার বক্তব্য বিকৃত করা হয়েছে। তবে আংশিকভাবে বক্তব্য কাটার কারণে হয়তো কিছু বিভ্রান্তি হয়েছে। আমার বক্তব্যের মূল কথাটি ছিল—কোনো জুলাই যোদ্ধা বা সংগঠন ওই বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িত হতে পারে না, জড়িত হতে পারে বলে আমি বিশ্বাস করি না।”
সালাহউদ্দিন আহমদের এই বক্তব্য রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তিনি জোর দিয়ে জানিয়েছেন, বিএনপি ও সব ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক দলের সংগ্রাম ও শহীদদের আত্মত্যাগের ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করা উচিত নয়।