আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা থেকে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে আলফাডাঙ্গা বাজার প্রদক্ষিণ করে চৌরাস্তা, থানা গেট এলাকা ঘুরে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হাক রিপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান খশরু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল হাসান (হাসিব), এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম। বক্তব্যে বক্তারা বলেন, আওয়ামী লীগ এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তারা গণতন্ত্র ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। এখন ভয়-ভীতি আর সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। বিএনপি দেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলন থেকে পিছিয়ে যাবে না। তিনি আরও বলেন, আমরা জনগণের দলের কর্মী। ফ্যাসিস্ট সরকারের দমননীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি।

বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আছে, থাকবে। র‍্যালি ও সভায় বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *