আশাশুনিতে আপন বাংলার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আব্দুর রশিদ, সাতক্ষীরা:

আশাশুনিতে অনলাইন পোর্টাল “আপন বাংলা”-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান বলেন, “স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের যে সমস্ত গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীরা রাজপথে থেকে নিউজ কাভারেজ করেছে এবং প্রচার করেছে তারা সবাই যুগযোদ্ধা। গণমাধ্যমের পাশাপাশি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বৈরাচারের মুখোশ উন্মোচনে কাজ করেছে তাদের অবদান বিএনপি কখনো ভুলবে না।”

শেখ তারিকুল হাসান আরও বলেন, “বিএনপির নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে গণমাধ্যম-বান্ধব। সাংবাদিক সমাজ সঠিক বস্তুনিষ্ঠ খবর পরিবেশন ও তথ্য সংগ্রহে কেউ কোথাও বাধাগ্রস্ত হলে তাকে ছাড় দেওয়া হবে না।”

প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, “সাতক্ষীরা জুড়ে যখন স্বৈরাচার কর্তৃক বিরোধী দলকে দমন-পীড়নের স্টিম রোলার চলছে তখন হাতেগোনা কিছু মিডিয়া আমাদের কর্মকাণ্ড দেশ ও জাতির কাছে প্রচার করেছে, তার মধ্যে আপন বাংলা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামীতে সাংবাদিকরা নির্ভয়ে নির্বিঘ্নে সংবাদ পরিবেশন করতে পারে—সে বিষয়ে আমরা রাজনৈতিক ব্যক্তিরা সর্বদা সচেষ্ট থাকবো।”

“আপন বাংলা” নিউজ পোর্টালের কর্ণধর আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন—জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড. কামরুজ্জামান ভুট্টো, জেলার কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, জেলা বিএনপির সদস্য আসিফুর রহমান তুহিন, প্রফেসর আতাউর রহমান, আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক এসকে হাসান, জেলা ওলামা দলের সভাপতি আনিসুর রহমান আজাদী, খুলনা জেলা ওলামা দলের সদস্য সচিব আবু মুসা, বিএনপি নেতা আবু হেনা মোস্তফা কামাল, এড. গোলাম গনি দুদু, খায়রুল আহসান, জাকির হোসেন বাবু, শাহরিয়ার জামান, সাংবাদিক সমীর রায়, আকাশ হোসেন, লিংকন আসলাম, সাহেব আলী, মাহবুবুল হাসনাইন টুটুলসহ প্রেসক্লাবের সকল সদস্য, মিজানুর রহমান, খালিদুজ্জামান টিপু, শফিকুল ইসলাম, খালিদ মাহমুদ, আশিকুজ্জামান, আবদুল মজিদ, সাজিনুর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *