আলমাস হোসাইন:
ঢাকার আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন এক শ্রমিক দম্পতি। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
রবিবার (২৭ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটের দিকে আশুলিয়ার রণস্থল বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—কুড়িগ্রাম জেলার উলিপুর থানার বাসিন্দা মিন্টু মিয়া (৩৫) ও তার স্ত্রী ববিতা (৩০)। তারা আশুলিয়ার রণস্থল বটতলা এলাকার নজরুল ইসলামের বাড়ির একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় ডিজাইনার ফ্যাশন লিমিটেড কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
বাড়ির মালিক নজরুল ইসলাম জানান, মিন্টু ও ববিতা একই কারখানায় কাজ করতেন। ঘটনার দিন রাতে কাজ শেষে বাসায় ফিরে মিন্টু ধূমপানের জন্য বারান্দার পাশে রান্নাঘরে যান। আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে আগুন ধরে যায় এবং তার শরীরে আগুন লেগে যায়। পাশে থাকা ববিতাও দগ্ধ হন।
স্থানীয়রা জানান, আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতালে নিয়ে যান, পরে সেখান থেকে ঢাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতালে এবং অবশেষে বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
ববিতার চাচাতো ভাই শ্রী প্রেমানন্দ চন্দ্র বর্মণ বলেন, “আমার বোন ববিতা ও ভগ্নিপতি মিন্টুকে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ভগ্নিপতির অবস্থা আশঙ্কাজনক হলেও বোনের অবস্থা তুলনামূলকভাবে ভালো।”
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রবিবার রাতে দগ্ধ অবস্থায় মিন্টু ও ববিতাকে ইনস্টিটিউটে আনা হয়। আগুনে মিন্টুর শরীরের ৬০ শতাংশ ও ববিতার ৩৫ শতাংশ পুড়ে গেছে।