আলমাস হোসাইন :
ঢাকার সাভারের আশুলিয়ায় আলোচিত ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আফজাল হোসেন (৫৮) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জিরাবো কুন্ডলবাগ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান।
দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন আফজাল
গ্রেপ্তারকৃত আফজাল হোসেন আশুলিয়ার জিরাবো কুন্ডলবাগ এলাকার মৃত আলহাজ্ব জমির আলীর ছেলে। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রক্তাক্ত সংঘর্ষ ও হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি দীর্ঘ সময় গ্রামে-গঞ্জে আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থান করলেও শেষ পর্যন্ত পুলিশের গোয়েন্দা নজরদারিতে ধরা পড়েন।
পুলিশের ভাষ্য
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন,
“বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত এক স্বজনের দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আফজাল হোসেনকে আমরা গ্রেপ্তার করেছি। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”
আলোচিত মামলা
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর সংঘটিত হত্যাকাণ্ডে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। আশুলিয়ায় সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনায় স্বজনরা মামলা দায়ের করলে পুলিশ একাধিক আসামির নাম উল্লেখ করে এজাহার রেকর্ড করে। এদের মধ্যে আফজাল হোসেন ছিলেন অন্যতম।
পরবর্তী পদক্ষেপ
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, এ মামলার অন্য আসামিদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত আফজালকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।