আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

আলমাস হোসেন:

আশুলিয়ায় ডাকাতির ৮ দিন পর রডভর্তি লুণ্ঠিত ট্রাক উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, আনোয়ার হোসেন (৪৫) সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়ী চয়ড়া এলাকার আব্দুল লতিফের ছেলে এবং নূর আলম (৪৮) সাভার হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার আকবর আলী শেখের ছেলে।

পুলিশ জানায়, গত ৮ মার্চ নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় একদল ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে একটি রডভর্তি ট্রাক ছিনতাই করে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে লুণ্ঠিত রডভর্তি ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির বলেন,  উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাতে সাভারের ব্যাংক টাউন এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে রড ভর্তি ট্রাকটিও উদ্ধার কর হয়। আজ দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পালিয়ে থাকা অন্য ডাকাতদের গ্রেপ্তার অভিযান চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *