আশুলিয়ায় পোশাক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

আলমাস হোসেন : 

সাভারের আশুলিয়ার ভাদাইল এলাকায় শিমুল মিয়া (২৯) নামে এক পোশাক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে আশুলিয়ার ভাদাইল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত শিমুল মিয়া যশোর জেলার অভয়নগর থানাধীন লেবুগাতি এলাকার মনসুর সরদারের ছেলে। তিনি আশুলিয়ায় অবস্থিত স্টারলিং ক্রিয়েশন নামে একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, রাতে খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে ভাদাইল পশ্চিমপাড়া এলাকার একটি বালুর মাঠে ছিলেন শিমুল মিয়া। এসময় হঠাৎ কয়েকজন এসে শিমুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শিমুলকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *