আশুলিয়ায় প্রতারণার অভিযোগে ভুয়া ডিজিএফআই গ্রেপ্তার

আলমাস হোসেন:
ঢাকার আশুলিয়ায় ডিজিএফআই পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে নিরীহ মানুষের কাছ থেকে টাকা আদায় করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক প্রতারক। শুক্রবার (১৭জানুয়ারি) দুপুরে গ্রেপ্তার আসামিকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল এসএ পরিবহনের গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ জালাল।
এসময় তার কাছ থেকে সেনাবাহিনী, ডিজিএফআই সহ বিভিন্ন ভুয়া পরিচয়পত্র জব্দ করে পুলিশ। মূলত তার নামে বানানো এসব ভুয়া কার্ড দেখিয়েই সে চাঁদাবাজি করতো। ভুয়া হলেও আসলের মতই ভাবসাব তার।
গ্রেপ্তার মো. সাব্বির রহমান (২৮) সাতক্ষীরা জেলা সদরের ভোনা গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি আশুলিয়ার বাইপাইল এলাকায় ভাড়া বাসায় থেকে কখনো নিজেকে সেনাবাহিনীর সদস্য, কখনো ডিজিএফআই সদস্য পরিচয়ে নিরীহ মানুষদের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করতো।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাইপাইল এলাকায় সেনাবাহিনীর ডিজিএফআই পরিচয়ে পথচারীদের কাছ থেকে চাঁদা আদায়কালে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেন। এরপর থানা পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
রাসেল নামের একজন বলেন, সব্বির নামের ওই ব্যক্তি এসএ পরিবহনের গলিতে বাসা ভাড়া থাকে। আমাদের কাছেও সে নিজেকে ডিজিএফআই পরিচয় দিতো। শুনেছি এই পরিচয়ে অনেকের কাছ থেকে টাকাও নিয়েছে।
এখন শুনি সে নাকি ভুয়া। তবে ভুয়া হলেও আসলের মতই ভাবসাব নিতো।
সাদ্দাম নামের স্থানীয় একজন বলেন, সে তো আমার কাছেও ডিজিএফআই পরিচয় দিয়েছে। আমাদের সামনে অনেক উচ্চপর্যায়ের লোকদের ফোন করে কথা বলতো। আমি তাকে ডিজিএফআই মনে করতাম। শুনেছি অনেকের কাছ থেকে টাকাও নিয়েছে। এখন শুনছি আসল ডিজিএফআই তাকে ধরে পুলিশে দিয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ জালাল বলেন, সাব্বির নামের এই ব্যক্তি ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি করে এমন প্রমান মিলেছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *