আলমাস হোসাইন:
ঢাকার আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকা থেকে রুস্তম আলী (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রুস্তম আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ভোরে মহাসড়কের পাশে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন তারা। পরে দ্রুত তাকে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক রুস্তম আলীকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতের গলায় গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও গুলি করে হত্যা করা হয়েছে এবং পরে মরদেহ মহাসড়কের পাশে ফেলে রেখে যাওয়া হয়েছে।
নিহতের পরিচয়
নিহত যুবকের নাম রুস্তম আলী (২৫)। তিনি নীলফামারী জেলার জলঢাকা থানার ছলিম উদ্দিনের ছেলে। তবে তার পেশা বা ব্যক্তিগত জীবনের বিস্তারিত এখনো জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে র্যাবের সহায়তায় তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়।
পুলিশের বক্তব্য
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন—
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্যত্র গুলি করে হত্যার পর মরদেহ এখানে ফেলে রাখা হয়েছে। নিহতের নাম-পরিচয় আমরা সনাক্ত করেছি, তবে নিশ্চিত হওয়ার জন্য সিআইডি টিমকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে, বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।”
এলাকায় আতঙ্ক
এ ঘটনায় আশুলিয়া মহাসড়ক এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, এটি পূর্বশত্রুতা বা পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।