আসন্ন জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে: জাহিদ হোসেন

স্বাধীন সংবাদ ডেস্ক:  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে আসন্ন জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ২১ জুলাই পেশাজীবীদের সম্মেলনের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জাহিদ হোসেন বলেন, “এটা এখন স্পষ্ট ষড়যন্ত্র চলছে। যদি কোথাও আইনশৃঙ্খলার অবনতি ঘটানো যায়, তাহলে তা কোনো পক্ষের লাভের সম্ভাবনা তৈরি করতে পারে। তবে আমরা আশাবাদী, প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন যেভাবে কাজ করছেন, তাতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে।”

তিনি বলেন, “মিটফোর্ড এলাকায় এক ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে মহাসচিব সংবাদ সম্মেলনে পরিষ্কারভাবে বলেছেন—ঘটনা যেটাই হোক, অন্যায় তো অন্যায়ই। এটিকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করা উচিত নয়।”

তিনি আরও যোগ করেন, “আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমরা খালেদা জিয়ার সৈনিক। তারেক রহমানের নেতৃত্বে জনগণ আজ গণতন্ত্র ফিরে পেতে চায়। কোনো ষড়যন্ত্রে বিএনপি পা দেবে না।”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খান, ডক্টরস অ্যাসোসিয়েশনের রফিকুল আলম লাবু, নজরুল ইসলাম, সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, আমিরুল ইসলাম কাগজী এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জাকির হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *