স্বাধীন সংবাদ ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ সংক্রান্ত গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন। তবে এই ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) এখনো তাদের আনুষ্ঠানিক মতামত জানায়নি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের মধ্যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন। সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তাবের বিষয়ে ইসির মনোভাব কী, এটি চ্যালেঞ্জিং হবে কিনা এবং ভোটের ফলাফলের ওপর এর কোনো প্রভাব পড়তে পারে কি না।
সিইসি জানান, “আমার প্রধান উপদেষ্টার বক্তব্য শোনার সুযোগ হয়নি। আমি এখানে মিটিংয়ে ছিলাম। যেটা আমি শুনিনি, উনি কোন লাইনে কী বলেছেন এবং প্রস্তাবটি ঠিক কী, তা বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক হবে না।” তিনি আরও বলেন, বিষয়টি ফরমালি জানালে কমিশনে আলোচনা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হবে এবং তারপরে কমিশন একটি মতামত প্রদান করবে। এই মুহূর্তে কোনো মন্তব্য দেওয়া সম্ভব নয়।
সিইসি নাসির উদ্দিনের এই বক্তব্য ইঙ্গিত দেয় যে, নির্বাচন কমিশন এখনও কোন প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছায়নি এবং প্রধান উপদেষ্টার ঘোষণার বিস্তারিত বিশ্লেষণ না করা পর্যন্ত তারা কোনো মন্তব্য করতে আগ্রহী নয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন প্রযুক্তিগত ও প্রশাসনিক দিক থেকে জটিলতা তৈরি করতে পারে।
দেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা ইসি ও সরকারের এই ধরণের সিদ্ধান্তকে গুরুত্বসহকারে দেখছেন, কারণ একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হলে প্রশাসনিক প্রস্তুতি, ভোটারদের উপস্থিতি এবং ভোটের স্বচ্ছতা সব ক্ষেত্রেই চ্যালেঞ্জ তৈরি হতে পারে। সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোও এই প্রস্তাবের সম্ভাব্য প্রভাব নিয়ে সর্তক অবস্থান নিয়েছে।
এভাবে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণার পর নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া চলমান থাকবে।