এভিডেভিড

এভিডেভিড

আমি হলফনামা কারী মো.সরোয়ার (MD. SARWAR) সিতা মো. আবদুস ছাত্তার (MD. ABDUS SATTAR) সাভা. রৌশনারা বেগম (ROWSANARA BEGUM) সাং শ্রীরামপুর, ডাক ঘর পাক-শ্রীরামপুর, উপজেলা-কচুয়া, জেলা: চাঁদপুর। জন্ম তারিখ-০১/০১/১৯৯২ইং জাতীয় তা-বাংলাদেশী। আমার জাতীয় পরিচয় পত্র করার সময় ভুল বসত আমার নাম মোঃ সরোয়ার (MD.SARWAR) এর পরিবর্তে মোহাম্মদ সরোয়ার (MD.SARWAR) এবং জন্ম তারিখ ০৯/০৯/১৯৯২ইং এর পরিবর্তে ১২/০১/১৯৮৫ইং মাতার নাম রৌশনারা বেগম এর পরিবর্তে রওশন আরা লিপিবদ্ধ হয়। হলফনামায় ভুল বসত মায়ের নাম উল্লেখ করা হয়নি। অদ্য ২০/০২/২০২৫ইং তারিখ থেকে সকল ক্ষেত্রে আমার নাম মো. সরোয়ার (MD.SARWAR) এবং জন্ম তারিখ ০১/০১/১৯৯১ইং মায়ের নাম রৌশনারা বেগম প্রযোজ্য হইবে। যা অদ্য ২০/০২/২০২৫ইং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, চাঁদপুর এ জাতীয় পরিচয় পত্র সংশোধনের হলফনামা সম্পাদনা করিলাম। স্বারক সং৫৮৭, তারিখ ২০/০২/২০২৫ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *