মোঃ মাহমুদুল হাসান;
চাঁপাইনবাবগঞ্জে শীতের তীব্রতায় বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এরফান গ্রুপ। গত ১২ জানুয়ারি এবং আজ ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করেন এরফান গ্রুপ।
এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক,মাহবুব আলম,সি.আই.পি. এর নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সেসময় উপস্থিত ছিলেন এরফান গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ। তারা শীতের কারণে দুর্ভোগে থাকা অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
আগামী দিনে এই ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যাক্ত করেছেন এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক,মাহবুব আলম,সি.আই.পি। যাতে সমাজের অসহায় মানুষদের সাহায্য করা যায় এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা যায়।