এসো দেশ গড়াই, পৃথিবী বদলাই’—তারুণ্যের উৎসবে মুখরিত কুমিল্লা

মোঃআনজার শাহ:

‘এসো দেশ গড়াই, পৃথিবী বদলাই’,এই অনুপ্রেরণামূলক স্লোগানে কুমিল্লা শহর মুখরিত হয়ে উঠেছিল তারুণ্যের উচ্ছ্বাসে। আগামী দিনের নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয়ে বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে শহরের আদালত মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‍্যালি ও যুব সমাবেশ।

জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আয়োজিত এই উৎসবে তরুণদের অংশগ্রহণ ছিল প্রাণবন্ত। র‍্যালিতে অংশ নেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধিরা। ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকার বর্ণিল শোভাযাত্রা যেন পুরো শহরকে তরুণ প্রজন্মের উদ্যমে প্রানবন্ত করে তোলে।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইসহাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, যুব সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকবৃন্দ।

আলোচনা সভায় কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল হাসান বলেন, একটি দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা অপরিসীম। তাদের সৃজনশীল চিন্তা, উদ্যম ও প্রযুক্তি জ্ঞানের সঠিক ব্যবহারের মাধ্যমেই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, শুধু কর্মসংস্থান নয়, সামাজিক দায়বদ্ধতা, নৈতিকতা এবং দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করে তরুণদের মানবিক বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে।

প্রধান অতিথি মোঃ সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “যুব সমাজ দেশের ভবিষ্যৎ। তাদের স্বপ্ন ও শ্রমই আগামী দিনের উন্নত বাংলাদেশের ভিত্তি। তাই এখনই সময় নিজেদের যোগ্য করে তোলার এবং দেশের কল্যাণে কাজ করার।”

সভায় বক্তারা তরুণদের আত্মনির্ভরশীল হতে, উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিতে এবং জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় নিজেকে সম্পৃক্ত করার আহ্বান জানান। তারা বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা থেমে নেই, বরং তরুণদের হাত ধরেই তা আরও গতিশীল হচ্ছে।

দিনব্যাপী এই উৎসবের মাধ্যমে কুমিল্লা শহর যেন পরিণত হয়েছিল এক উৎসবমুখর নগরীতে। তরুণদের মুখে মুখে প্রতিধ্বনিত হচ্ছিল পরিবর্তনের স্লোগান,“এসো দেশ গড়াই, পৃথিবী বদলাই।”

উৎসব শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল এক ধরনের আশাবাদ, তারা বিশ্বাস করে, একদিন এই তরুণরাই বদলে দেবে বাংলাদেশকে, এক নতুন সম্ভাবনার পথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *