ঐক্য-আদর্শ-অগ্রগতির ধারায় আনজার শাহ এখন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতা

স্টাফ রিপোর্টার:


সাংবাদিকতা শুধু একটি পেশা নয়—এটি আদর্শ, দায়িত্ববোধ ও দেশপ্রেমের বহিঃপ্রকাশ। এই মনোভাবকে হৃদয়ে ধারণ করে দীর্ঘদিন সাংবাদিকতার ময়দানে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন সাংবাদিক মোঃ আনজার শাহ। তাঁর এই ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি পেয়েছেন জাতীয় পর্যায়ে।

গত ৩১ জুলাই ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার (JSS) কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে সহ-দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আনজার শাহ।

সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের সহধর্মিণী মোছাঃ আছিয়া আক্তার এবং মহাসচিব হন আলমগীর গনি।

কর্মের মাধ্যমে এগিয়ে চলা

আনজার শাহ সাংবাদিকতা শুরু করেন স্থানীয় পর্যায় থেকে। তিনি বরুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। পরে কুমিল্লা সাংগঠনিক বিভাগের নেতৃত্বেও নিজেকে দক্ষতার সঙ্গে প্রমাণ করেছেন। সংগঠনের প্রতি তাঁর আন্তরিকতা, কঠোর পরিশ্রম ও আদর্শিক অবস্থানের জন্য এবার কেন্দ্রীয় নেতৃত্বে সুযোগ পেয়েছেন তিনি।

নতুন দায়িত্ব পেয়ে আনজার শাহ বলেন,
“এই দায়িত্ব আমার জীবনের গর্বের অধ্যায়। তবে এটিকে আমি দায়িত্ব ও আমানত হিসেবে দেখছি। আমি বিশ্বাস করি, দায়িত্ব আসে আল্লাহর পক্ষ থেকে। আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি—সেজন্য সবার দোয়া চাই।”

নেতৃত্বে ফিরলেন আছিয়া আক্তার

সভায় বক্তব্য রাখতে গিয়ে নবনির্বাচিত সভাপতি মোছাঃ আছিয়া আক্তার বলেন,
“আমার স্বামী মরহুম আলতাফ হোসেনের হাতে গড়া সংগঠনের বর্তমান সংকটে আমি দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি কারো বিরুদ্ধে নয়, বরং সংগঠনের আদর্শ ও ঐতিহ্য টিকিয়ে রাখার চেষ্টা।”

তিনি আরও বলেন,
“সংগঠনের সাফল্য নির্ভর করে সদস্যদের ঐক্য, শৃঙ্খলা ও নৈতিক নেতৃত্বের উপর। আমি সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই, যেন মরহুম আলতাফ হোসেনের স্বপ্ন বাস্তবায়ন করা যায়।”

নতুন ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয় ঘটানো হয়েছে। এই ভারসাম্যের মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত ও শক্ত ভিত্তিতে এগিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা সদস্যদের।

সাংবাদিক মোঃ আনজার শাহের মতো মেধাবী, সৎ ও সংগঠক নেতৃত্ব সংস্থার ভবিষ্যত পথচলাকে আরও গতিশীল ও মর্যাদাপূর্ণ করবে—এমনটাই সবাই বিশ্বাস করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *