প্রভাস চক্রবর্ত্তী:
আগামী ২৫অক্টোবর ঐতিহাসিক লাল দীঘির ময়দানে মহাসমাবেশে সফল করার লক্ষ্যে গোমদন্ডী যোগাশ্রমে সনাতন জাগরন মঞ্চের আয়োজিত রনী বিশ্বাসের সঞ্চালনায়, কিশোর দে সভাপতিত্বে উক্ত আলোচনা সভায়,উপস্থিত ছিলেন, যোগাশ্রমের অধ্যক্ষ ছত্রেশ্বরানন্দ সরস্বতী মহারাজ রাধাকুঞ্জ বিহারী মন্দিরের জগৎ প্রভু, বোয়ালখালী হিন্দু বৌদ্ধ খৃষ্টাব্দ ঐক্য পরিষদের সাবেক সভাপতি, সজল চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস,সাধারণ সম্পাদক অধীর দে, প্রেসক্লাবের অর্থ সম্পাদক, সুহৃদ ক্লাবের সভাপতি,ডা: প্রভাস চক্রবর্ত্তী, ক্লাবের সাধরণ সম্পাদক প্রদীপ চৌধুরী, সনিয়র সভাপতি বিকাশ সিকদার,বাগীশিক বোয়ালখালী থানার সভাপতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সত্যপ্রিয় শীল, শুভবিশ্বাস,শ্রীকান্ত দাশ, শিক্ষক, উৎফল ধর,হিন্দু বৌদ্ধ খৃষ্টাব্দ ঐক্য পরিষদ পৌরসভার সাধারণ সম্পাদক আশুতোষচৌধুর(টিকলু)বাগীশিক,পৌ রসভার সভাপতি শিক্ষক কৃষ্ণপদ,সমীর নাথ,দীপ্তদেবনাথ,অন্তর দাশ,সীমান্ত দাশ,রবিণ চৌধুরী,বিশ্ব নাথ, অভিজিৎ চৌধুরী, রুপন দে, জনি দ্শ,সাহর চৌধুরী, প্রদীপ দে,প্রীতম দাশ,নিলয় দে,রুবেল ওয়াদ্দেদার, নিশান দাশ,অজয় ধর,অপন চক্রবর্ত্তী,যাদব চৌধুরী, সহ অন্যান্য সংগঠন থেকে আগত নেতৃবৃন্দ।
সবাই এ সমাবেশকে সফল করার লক্ষ্য একমত পোষণ করেন।