মিতু আহমেদ :
শুক্রবার (৮ নভেম্বর) নারায়ণগঞ্জ থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল নিয়ে উপস্থিত হন নেতাকর্মীরা।
দুপুর ১২টা থেকে রাজধানীর সিটি হার্ট এলাকায় নেতাকর্মীরা, বিভিন্ন ফেস্টুন মাইক গাড়িতে সুসজ্জিত করে জুমার নামাজ আদায় করে। দুপুর আড়াইটা থেকে জেলার সমস্ত নেতা র্যালী শুরু করে বিকাল ৫টায় সমাবেশে অংশগ্রহন করেন নেতৃবৃন্দ।
এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির র্যালিতে অংশ গ্রহন করেছেন বিএনপি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ, উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপি ‘র সভাপতি মাজহারুল ইসলাম ভুঁইয়া হিরন, মদনপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মামুন ভূঁইয়া, মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা শরিফ ও মনির মাইনুদ্দিন, বন্দর উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী কামরুল ইসলাম রনির, বন্দর উপজেলা যুবদল নেতা জনি, মদনপুর যুবদলের ইউনিয়ন নেতা ইমরান ভুঁইয়া ও রিফাত।