অভিষেক গেলেন না ঐশ্বরিয়ার বাড়ির জন্মদিনের আয়োজনে

স্বাধীন বিনোদন ডেস্ক:

 

বলিউড তারকা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই দম্পতিকে ঘিরে গুঞ্জন যেন কাটছেই না। দাম্পত্য কলহের গুঞ্জনের মধ্যেই একের পর এক ঘটে চলেছে আগুনে ঘি ঢালার মতো ঘটনা। অবশ্য জুনিয়ার বচ্চন এসব নিয়ে মুখ না খুললেও ঘটনা প্রবাহ যেন সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। আর ইঙ্গিতে নতুন মাত্রা যোগ করলো সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনায়।

মঙ্গলবার ঐশ্বরিয়া রাইয়ের বাবার বাড়ির একটি জন্মদিনের আয়োজনে নিমন্ত্রণ পেয়েও সেই অনুষ্ঠানে যান নি অভিষেক। এ নিয়ে শুরু হয় আবার জল্পনা-কল্পনা।

ঘটনাটি প্রকাশ্যে আসে যখন সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায়, ঐশ্বরিয়া, আরাধ্যাকে নিয়ে তার মায়ের বাড়িতে হাজির এক পারিবারিক অনুষ্ঠানে। কিন্তু সেই ফ্রেমে অভিষেক নেই।

ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, নিমন্ত্রণ পেলেও নাকি অভিষেক ইচ্ছে করেই যাননি সেই পার্টিতে। বিচ্ছেদের গুঞ্জনের মাঝে অভিষেকের এমন পদক্ষেপ রীতিমতো ভাবাচ্ছে অভিষেক ও ঐশ্বরিয়ার অনুরাগীদের।

একদিকে ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের জল্পনা। অন্যদিকে নায়িকা নিমরত কৌরের সঙ্গে পরকীয়ার গুঞ্জন। এই দুই জোড়া ফলায় বিদ্ধ অভিষেক বচ্চন। সম্প্রতি বিমানবন্দরে দেখা গেল তাকে। একটু যেন তিক্ত মেজাজেই ছিলেন বচ্চনপুত্র। পাপারাজ্জিদের দেখেই হাতজোড় করে ছবি তুলতে বারণ করেন তিনি।

জানা যায়, অভিষেক বচ্চন ভোপাল গিয়েছেন তার অসুস্থ দিদিমা ইন্দিরা ভাদুড়ির দেখভাল করতে। অভিনেতার এই পদক্ষেপ নিশ্চিতভাবে পারিবারিক বন্ধনের কথা মনে করিয়ে দিচ্ছে আরও একবার। বরাবরই বচ্চন পরিবার প্রিয়জনদের সঙ্গে থাকা, একে অপরের পাশে থাকার প্রতি নজর দিয়েছে এবং এই মুহূর্তে অসুস্থ দিদিমার পাশে যে নাতি থাকবে, তা ভীষণভাবেই প্রত্যাশিত।

অন্যদিকে, ইন্দিরা ভাদুড়ির দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা। সেই সঙ্গে প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোর মাহাত্ম্যও আলোচনায় উঠে এসেছে।

বুধবারই পরবর্তী ছবির ঘোষণা করেছেন অভিনেতা অভিষেক বচ্চন। পরিচালক সুজিত সরকারের সঙ্গে আসছে তার নতুন কাজ। নিজের সামাজিক মাধ্যম এক্স-হ্যান্ডলে অভিষেক বচ্চন ছবির নাম ঘোষণা করে টিজার পোস্ট করেন। ছবির নাম ‘আই ওয়ান্ট টু টক’। ২২ নভেম্বর এই ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *