মোঃ সোহেল :
-ওএমএস ডিলার আক্তার হোসেন -১ এর চাল বারোটার আগে শেষ। কালসি কবরস্থান সংলগ্ন মিরপুর -১১ দুপুর ১২টার আগে চাল শেষ হয়েগেছে বলে জানাই গরীব ভুক্তারা। উক্ত চাল ভুক্তাদের কাছে বিক্রি না করে পাইকারি ধরে সিন্ডিকেটের কাছে বিক্রি করছে বেশিরভাগ সাইড।ভুক্তারা বলেন, সকাল সাড়ে দশটায় গাড়ি আসার পর থেকে দাড়িয়ে আছি কিছুক্ষণের মধ্যে বলছে চাল শেষ আটা আছে। আমাদের তো চাল দরকার, আটা দিয়ে করবো কি?
এবিষয়ে, তদন্ত কর্মকর্তা আবুল হোসেনকে বারবার ফোন করার পরেও ফোন রিসিভ করে নাই। পরে ডিলার আক্তার হোসেনকে ফোন দিলে বলেন, আমি তো বিক্রয় স্থলে যায়না।সেখানে আমার ভাগিনা আছে, তার সাথে কথা বলে আমি ফোন দিয়ে জানবো।পরে পিয়ারু তৌফিক এলাহি মুঠোফোনে বলেন, আটার চেয়ে চাল একটু কম থাকে। তবে কেন শেষ হয়েছে সেটা সেখানকার তদন্ত কর্মকর্তার সাথে কথা বলেন, তদন্ত কর্মকর্তাকে না পাওয়ায় তিনি বলেন, তদন্ত কর্মকর্তা তো সেখানে তাকার কথা, কেন নেই সেই বিষয়ে আমি খবর নিচ্ছি এবং বিস্তারিত জেনে জানাচ্ছি।