ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হওয়ায় মীর নেওয়াজ আলীকে ফুল দিয়ে বরণ

মিজানুর রহমান মিজান:

 

রাজধানীর ঐতিহ্যবাহী ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলে ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি (রোববার) বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের সাক করা ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। তাছাড়া পদাধিকার বলে প্রধান শিক্ষককে সচস্য সচিব, আবু বকর সিদ্দিককে অভিভাবক প্রতিনিধি ও জান্নাতুল ফেরদৌসকে শিক্ষক প্রতিনিধি করা হয়।

এসময় উপস্থিত হয়ে মীর নেওয়াজ আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান কোতয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক পদক প্রার্থী ও সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক  স্বেচ্ছাসেবক দল কোতয়ালী থানা কাউছার আহমেদ জজ। আরো উপস্থিত ছিলেন নবগোপাল দত্ত যুগ্ম আহবায়ক ৩৭ নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ ইউসুফ মোল্লা -সাবেক কার্যকরী সদস্য কোতোয়ালি থানা বিএনপি, শেখ সালমান- বিশিষ্ট ব্যবসায়ী কেরানীগঞ্জ, আজিজ আহমেদ শাহাবুদ্দিন যুগ্ন আহবায়ক ছাত্রদল কোতয়ালি থানা, মো: লোকমান – সাবেক সভাপতি ৩৭ নং ওয়ার্ড যুবদল,  মোঃ আফসু – সাবেক সাধারণ সম্পাদক ৩৭ নং ওয়ার্ড যুবদল, মো: শাহালম, মোহাম্মদ জাকির ও মোহাম্মদ নবু হোসেন নবু – উপদেষ্টা কোতয়ালি থানা জিয়া মঞ্চ, মো:সেলিম – মো:ইউসুফ- মো: হাসান, মো: অপি-যুবনেতা কোতয়ালি থানা। মো: সোলেমান, মো: তাসিন – যুগ্ম আহবায়ক কোতয়ালি থানা জিয়া মঞ্চ। মো: রাকিব, মো: মোস্তফা -কোতয়ালী থানা ছাত্রদল, সহ আরো অনেক নেতৃবৃন্দ। এসময় সবার মাঝে মিষ্টি বিতরন  ও আনন্দ উলস্নাস করা হয়।

এবং  মীর নেওয়াজ আলীকে দীর্ঘআয়ু কামনা করা ও ঢাকা ৭ আসনের সর্ব¯ত্মরের জনগনের পড়্গ থেকে আমরা জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *