কামরুল ইসলাম :
রাউজান থানা পুলিশের অভিযানে অপহৃত ভিকটিম উদ্ধার ও ৪ জন অপহরণকারী গ্রেফতার
গত ০৫/১০/২০২৫ খ্রিঃ রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার সবজি ব্যবসায়ী মিলাদ হোসেন প্রাঃ রিজভী (২১) চট্টগ্রামগামী পথে রাউজান থানাধীন বিরুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে সিএনজি যোগে আসা দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক অপহরণ করে ২,৫০,০০০/- টাকা চাঁদা দাবি করে এবং ২০,০০০/- টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পর “জাতীয় জরুরি সেবা ৯৯৯”-এ ফোন পেয়ে চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার এর নির্দেশে রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) হাসান আলী শেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রমজান আলী হাট এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে।
পরবর্তীতে তথ্যের ভিত্তিতে পুলিশ ৪ জন আসামী— ফোরকান উদ্দিন বাপ্পী, আল আমিন, মঈন উদ্দিন ও শরিফ সৌরভ—কে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে নগদ ৯,৫০০/- টাকা উদ্ধার করে। অপর আসামী রাশেদ প্রাঃ জুয়েল পলাতক রয়েছে।
ঘটনায় জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।