কটিয়াদীতে “জুলাই পুনর্জাগরণ” উপলক্ষে শপথ গ্রহণ

কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে “রাষ্ট্র তোমার পাশে, সযত্নে গড়বো দেশ একসাথে, সমাজ মানে আমি, রাষ্ট্র মানে আমরা” স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে জুলাই পুনর্জাগরণ সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠান।

শনিবার, ২৬ জুলাই সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা এ অনুষ্ঠান আয়োজিত করে। শতাধিক যুবক-যুবতী, নারী-পুরুষের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় শপথ পাঠের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া এবং কটিয়াদী পৌরসভার জামায়াতের সেক্রেটারি মাহমুদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী কর্মকর্তা আবুল খায়ের। আলোচনা সভা শেষে উপস্থিতদের শপথ বাক্য পাঠ করান কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মাইদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *