কামরুল ইসলাম
কর্ণফুলী থানাস্হ রডউঠান কৈয়গ্রাম সেতু রোডের পাশে কর্নফুলী এন্টারপ্রাইজ এর বালি সেন্টারে গতকাল বিকেলে১০/ ১২ জন চাঁদাবাজ কৈয়গ্রাম সেতু রোডে বালুর সেইল সেন্টারে চাঁদাবাজী করতে এসে সেনাবাহিনীর হাতে ৪ জন আটক হন বাকীরা পালিয়ে যায়। আটককৃতরা হচ্ছেন
১/ আরাফাত হোসেন (২২)
পিতা: নুর মোহাম্মদ
২/ তাছিম ৩/ মোবারক
৪/ হাফিজুর রহমান লিটন।
চাঁদাবাজদের কে সেনাবাহিনী কর্ণফুলী থানায় হস্তান্তর করে। থানা থেকে মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেয় কর্ণফুলী থানার ওসি। এ বিষয়ে জানার জন্য কর্ণফুলী থানায় ওসি মুহাম্মদ শরীফকে একাধিক বার কল করলে কল রিসিভ করেনি।
এই বিষয়ে কর্ণফুলী সার্কেল এসি জানান বিষয়টি আমার জানা নাই। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হ্য গ্রহন করব।উল্লেখ্য যে কর্ণফুলি এন্টারপ্রাইজের কৈয়গ্রাম বালির সেলস্ সেন্টারে চাঁদা না দেওয়ায় বন্ধ করে দিয়েছে চাঁদাবাজরা।মেসাস কর্ণফুলি এন্টারপ্রাইজ এর ব্যাবস্হাপনা পরিচালক, স্হানীয় বিএনপি নেতা মুবিনুল রশিদ চৌধুরী বলেন আমাদের কোম্পানি দীর্ঘদিন ধরে সততার সাথে ও বৈধ ভাবে বালির মহাল ইজারাদার প্রতিষ্ঠান হতে বালি সংগ্রহ করে বিভিন্ন জায়গায় সেইল সেন্টারের মাধ্যমে বালি বিক্রি করে আসতেছি।কর্ণফুলী থানাস্হ রডউঠান কৈয়গ্রাম সেতু রোডের পাশে জায়গা ভাড়া নিয়ে বৈধভাবে সেইল সেন্টারে বালুর ব্যবসা করে আসছি।
এলাকায় চিন্তিত চাঁদাবাজরা আমাদের সেইল সেন্টারের উপর হামলা চালিয়ে সেইল সেন্টারের বিদ্যুৎ সংযোগ ও সিসি ক্যামেরার লাইন বিছিন্ন করে দেয়।সেইল সেন্টারে তালা মেরে দেয়।এই ব্যয়াপারে কর্ণফুলী এন্টারপ্রাইজ এর এমডি মুবিনুল রশিদ চৌধুরী স্হানীয় আর্মি ক্যাম্প ও কর্ণফুলী থানায় অভিযোগ দায়ের করেন।Chief Adviser GOB Anti-Corruption Commission – Bangladesh
Bangladesh Police
Chattogram Metropolitan Police
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
চট্টগ্রাম সেনানিবাস
জেলা প্রশাসন, চট্টগ্রাম