কামরুল ইসলাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কলাউজান ইউনিয়ন শাখার ১,২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্র দলের সংগ্রামী নেতা শহিদুল ইসলাম শহীদ, সভাপতিত্ব করেন প্রবাসী বিএনপি নেতা আবদু শুক্রর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনতার উদ্দেশ্য বক্তব্য রাখেন তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা লোহাগাড়া উপজেলাবাসীর গৌরব চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক পচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লোহাগাড়া উপজেলা বিএনপির বিপ্লবী আহবায়ক জননেতা জনাব নাজমুল মোস্তফা আমিন।
উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আবু সেলিম, লোহাগাড়া উপজেলা যুবদলের বিপ্লবী আহবায়ক সাব্বির মেম্বার, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম,আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাহাবুবুর রহমান (মাবু), লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ ইসমাইল, উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে বলেন দল আপনাকে কি দিয়েছে তা চিন্তা করে লাভ নেই আপনি দল কে কি দিয়েছেন তা চিন্তা করুন, আর আপনারা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আপনারা এমন কোন কাজ করবেন না যাতে করে দলের সম্মান নষ্ট হয় খুনি হাসিনা সরকার ১৭ বছর যাবৎ দেশের মানুষের উপর নির্যাতন চালিয়ে গেছেন ছাত্র জনতা ও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের আনন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় খুনি হাসিনা সরকার তাই আমি ছাত্র জনতা সহ তৃণমূল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।