কাঁচা বাজার মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে ক্যাম্পিং করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতারা

মোঃ মামুন মিয়া : 

দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায়, বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম এর নেতৃবৃন্দ কতৃক ক্রয়মুল্যে সবজি বিক্রয় করা হয়।

ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম এর সাবেক আহবায়ক সদস্য মোঃ সাইদুল ইসলাম শহিদুল এর আয়োজনে এই ক্রয়মুল্যে সবজি বিক্রয় কর্মসূচি বাস্তবায়ন করা হয়,এই মহতি উদ্যোগে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতৃবৃন্দ ও বিভিন্ন থানা, ওয়ার্ড ছাত্রদলের নেতা কর্মী সাবেক আহ্বায়ক সদস্য আকরাম হোসেন রিফাত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, ইমরান শেখ পল্লবী থানা ছাত্রদল, সাবেক আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম আরিফ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল , মোহাম্মদ হাবিব সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক কাফরুল থানা মহানগর পশ্চিম ছাত্রদল, ,শফিকুল ইসলাম যুবরাজ সাবেক ১৬ নম্বর ওয়ার্ড সভাপতি কাফরুল থানা ছাত্রদল,মোঃ শুভ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, নাসিম আকন পল্লবী থানা ছাত্রদল, মিশকাত শরীফ তিতুমীর কলেজ ছাত্রদল সাইফুল ইসলাম তারেক কাফরুল।

যেসব সবজির দাম রয়েছে অপরিবর্তিত সবজির দাম বেড়ে যাওয়ার প্রসঙ্গে সবজি বিক্রিতা রফিকুল ইসলাম বলেন সবজির এখন যেসব সবজির জিনিস শেষ সেগুলো দাম বাড়তি কারণ এগুলো এখন পাওয়া যাবে না শীতকালীন সবজির দাম কেন কমছে না জানতে চাইলেন।

তিনি বলেন বন্যার কারণে উৎপাদন ঠিকমতন হয়নি বলে এখনো সবজি ঠিকমত ওঠেনি তাই এখনও দাম কিছুটা বেশি আর এক বিক্রেতা শুভ বলেন সবজির দাম অনেকটাই কমে গেছে আরো কমবে।

জিহাদ বঙ্গবন্ধু কলেজ ছাত্রদল, নাসিম মিরপুর কলেজ ছাত্রদল, হুরায় ৯৪ নম্বর ওয়ার্ড ছাত্রদল, সাব্বির শাহালী থানা ছাত্রদল, ছাত্রদল নেতা মো: রিয়াজ, শাফিন, জুম্মন, শান্ত, প্রিন্স এবং রহমত সহ অন্যান্য নেতাকর্মী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *