কুমিল্লায় পারিবারিক কলহে গৃহবধু খুন; বিচারের দাবীতে বিক্ষোভ

মোঃআনজার শাহ: 

 

কুমিল্লা দাউদকান্দি গৌরিপুর এলাকায় পারিবারিক শত্রুতার জেরে প্রকাশ্যে খুন হওয়া গৃহবধু শামীমা আক্তারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার বেলা ১১টায় হাটচান্দিনা এলাকায় বিক্ষোভ করে বিচারের দাবীতে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এসে মানববন্ধন করে এলাকাবাসী।

মানববন্ধনে নিহত শামীমার বোন বলেন, প্রায় ছয় মাস আগে পারিবারিক বিরোধের জের ধরে শামীমা আক্তারকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে তার স্বামী ও সহযোগীরা। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে এবং এখনো আইনের আওতায় আসেনি।

প্রশাসন তাদের আটক না করায় বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে শামীমার পরিবারকে। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তাদের দাবী খুনিদের দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, এ হত্যাকাণ্ড ৬ মাস পেরিয়ে গেলেও এখনো মুল আসামীকে গ্রেফতার করা হয়নি, হত্যা কারীরা এখনো বিভিন্নভাবে ভয়ভীতি দিয়ে আসছে। তাদেরকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান। এসময় মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *