কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রয়াত সভাপতি খোরশেদ আলমের স্মরণসভা অনুষ্ঠিত

এটিএম মাজহারুল ইসলাম, ব্যুরো চীফ (কুমিল্লা):

কুমিল্লা চান্দিনায় হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে উত্তর জেলা বিএনপির প্রয়াত সভাপতি মোঃ খোরশেদ আলমের স্মরণসভা অনুষ্ঠিত হয়। উনার মৃত্যুর সাত বছর পর এটিই হচ্ছে স্মরণকালের বড় স্মরণসভা।

২৫ জানুয়ারি ২০২৫ইং (শনিবার) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চান্দিনার দোল্লাই নবাবপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা স্বেচ্ছাসেবদলের আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত নেতা-কর্মীরা প্রয়াত নেতা খোরশেদ আলমের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবন তুলে ধরে বিশদ আলোচনা করেন।বক্তাদের মুখে একটাই কথা, খোরশেদ আলম ছিলেন ন্যয় পরায়ণ নেতা। মরহুম খোরশেদ আলম ছাত্রাবস্থায় রাজনীতির সাথে যুক্ত হয়ে চান্দিনা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ২০০৫ সাল থেকে উপজেলা বিএনপির অন্যতম নেতা হিসেবে নেতৃত্ব দেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে মাত্র আড়াই হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আগলে রেখেছেন চান্দিনা উপজেলা তথা কুমিল্লা উত্তর জেলা বিএনপিকে। ২০১৮ সালের ১৫ জানুয়ারি খোরশেদ আলম শারীরিক নানা অসুস্থতা নিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। আমৃত্যু তিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার। প্রধান বক্তার বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সি। বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা বিএনপি আহবায়ক এবং মরহুম খোরশেদ আলম তনয় আতিকুল আলম শাওন।

চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক ডা. মোঃ সাইফুল্লাহ বাপ্পি’র সভাপতিত্বে এবং সদস্য সচিব কামাল মুন্সির সঞ্চালনায় বক্তৃতা করেন- চান্দিনা পৌর বিএনপি আহবায়ক এবিএম সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী আরশাদ, চান্দিনা পৌর বিএনপি সদস্য সচিব ও সাবেক মেয়র মোঃ আলমগীর খান, কুমিল্লা উত্তর জেলা ওলামা দল আহবায়ক মাওঃ মোঃ সুলতান মাহমুদ, দোল্লাই নবাবপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মোঃ শাহজাহান সাজু, গল্লাই ইউনিয়ন বিএনপি আহবায়ক অধ্যাপক আব্দুর রব, জোয়াগ ইউনিয়ন বিএনপি আহবায়ক মাও. আবু তাহের ভূঁইয়া, কেরণখাল ইউনিয়ন বিএনপি আহবায়ক রুহুল কুদ্দুস মাহিন, এতবারপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক রমিজ উদ্দিন সরকার, বরকইট ইউনিয়ন বিএনপি আহবায়ক হারুনুর রশিদ, বাতাঘাসী ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আবুল কাশেম, চান্দিনা উপজেলা যুবদল আহবায়ক মাওঃ মোঃ আবুল খায়ের, চান্দিনা উপজেলা মৎস্যজীবী দল সদস্য সচিব মোঃ ফজলুল সাত্তার, চান্দিনা উপজেলা ছাত্রদল আহ্বায়ক শরীফ খাঁন, সদস্য সচিব মোঃ কাইয়ূম খাঁন, চান্দিনা উপজেলা তাঁতীদল আহবায়ক মোঃ গোলাম মোস্তফা, চান্দিনা উপজেলা কৃষকদল সাবেক সদস্য সচিব ডা. মোঃ জসিম উদ্দিন, চান্দিনা উপজেলা শ্রমিকদল আহ্বায়ক আবুল খায়ের, সদস্য সচিব মোঃ সেলিম মিয়া, চান্দিনা উপজেলা ওলামা দল আহবায়ক মাওঃ মোঃ তাজুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *