কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার সরকারি খাসের জায়গা অবৈধ ভাবে দখল করেছে কতিপয় বিএনপি নেতারা

সোহেল চৌধুরী:

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা আন্দোলন করেছি, বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছেন। তবে বিএনপির একক আন্দোলনে আন্দোলন সফল হয়নি। আরও অনেকগুলো রাজনৈতিক দল, সমাজের সকল শ্রেণি—পেশার মানুষ একত্রে নেমে এসেছিল বলেই আন্দোলন সফল হয়েছে।

তার মানে স্বৈরাচারকে বিদায় করেছে সকলে মিলে। তিনি বলেন, স্বৈরাচারকে খেদিয়ে দিয়েছে, বিদায় করেছে, পালিয়ে যেতে বাধ্য করেছে সকলের মিলিত প্রচেষ্টায়, লক্ষ্য কোটি মানুষের মিলিত প্রচেষ্টায়। ঠিক সেইভাবে পরবর্তীতে দেশকে গড়তে হলে বিএনপি শুধু একা পারবে না। দেশকে গড়তে হলে পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে।

দল মত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। যেভাবে জুলাই—আগস্ট মাসে আন্দোলনের সময় দল মত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিল, ঠিক সেইভাবে আমাদের মিলে দেশকে পুনর্গঠন করতে হবে । অথচ বিএনপির বদনাম করার জন্য কতিপয় অসাধু ব্যাক্তিরা বিএনপির নামে চাঁদাবাজি, দখলবাজি ও সাধারন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে মনোহরগঞ্জের একাধিক বিএনপি কর্মীরা বলেন আমরা মনোহরগঞ্জ উপজেলার অন্তর্গত ০১ নং বাইশগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শাকতলা গ্রামের অধিবাসী। শাকতলা মৌজার শাকতলা বাজার থেকে দক্ষিণ দিকে রাস্তার পাশে সরকারি খাসের জায়গা অবৈধ ভাবে দখল করেছে। দখলদাররা হলেন সাদেকুর রহমান, পিতা— মৃত উসমান আলী, দুলাল মিয়া, পিতা— মৃত হাজী মরকম আলী, হাশেম মোল্লা, পিতা: অজ্ঞাত ও হারুন, পিতা— মৃত মোখলেছুর রহমান, গ্রাম— শাকতলা, পোঃ নোয়াগাঁও, থানা— মনোহরগঞ্জ, জেলা— কুমিল্লা । দখলদাররা বিএনপির বড় নেতা পরিচয় দিয়ে এসব দখল বানিজ্য চালাচ্ছে। এতে বদনাম হচ্ছে বিএনপির ।

দীর্ঘদিন জোরপূর্বক ও অবৈধ সরকারি খাসের জায়গা আমাদের চলাচলের রাস্তাসহ দখল করে রাখছে। এ বিষয়ে সামাজিক ভাবে একাধিক বার সমাধান করার চেষ্টা করার পরেও তারা ক্ষমতার অপব্যবহার করে আমাদের একমাত্র চলাচলের রাস্তাসহ সরকারি জায়গা দখল ছাড়ছেনা। দখলদাররা বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে আমাদেরকে। তাই উপরোক্ত খতিয়ান ও দাগের জায়গাটি দখল করে। এ বিষয়টি সঠিক ভাবে সমাধান করে দেওয়ার জন্য বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করার পরেও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে অত্র ভূমি অফিসে এসে অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে। বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্শন করেছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *