কুয়াকাটায় ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণার ১দিন পরে ৩ সদস্যের পদত্যাগ।

সাইমুন ইসলাম সাইফুল্লাহ: 

পটুয়াখালীর কুয়াকাটায় পৌর ওলামা দলের পাঁচ সদস্যবিশিষ্ট একটি আংশিক আহ্বায়ক কমিটি গঠনের একদিন পরই তিন সদস্য পদত্যাগ করেছেন। নতুন কমিটির আহ্বায়ক করা হয় মাওলানা মুহা. ইসমাইল হোসেনকে এবং সদস্য সচিব করা হয় আবু হানিফকে।

রোববার (১৩ জুলাই) পদত্যাগপত্র জমা দেন কমিটির ২নং সদস্য ক্বারী মো. নজরুল ইসলাম, ৩নং সদস্য হাফেজ মো. মশিউর রহমান এবং ৪নং সদস্য মাওলানা মো. মাহবুবুর রহমান।

এর আগে শনিবার (১২ জুলাই) পটুয়াখালী জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মাওলানা এ কে এম আব্দুস সালাম ও সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা মো. জিহাদুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

পদত্যাগপত্রে তিন সদস্য উল্লেখ করেন, কমিটি গঠনের বিষয়ে তাদের কোনো রকম পূর্ব অবগতিই ছিল না এবং তাদের সম্মতি ছাড়াই নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি তারা সম্পূর্ণভাবে অজ্ঞাত থাকায় এবং নীতিগত কারণে তারা স্বেচ্ছায় কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগকারী সদস্যরা সবাই পূর্বের কমিটির দায়িত্বশীল ছিলেন। ক্বারী নজরুল ইসলাম পৌর ওলামা দলের সাবেক আহ্বায়ক, মাওলানা মাহবুবুর রহমান সদস্য সচিব এবং হাফেজ মশিউর রহমান সদস্য ছিলেন।

তারা বলেন, ‘নতুন কমিটির বিষয়ে আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনন্দন বার্তা পেয়ে বিষয়টি জানতে পারি। এমন আচরণ অনৈতিক ও নীতিবিরুদ্ধ।’

তাদের অভিযোগ, কমিটির দুজন ব্যক্তি নিজেদের পছন্দমতো পদ গ্রহণ করেছেন এবং কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র নেতারা অনেকেই এ বিষয়ে কিছু জানেন না। তারা সকলের সম্মতিক্রমে একটি গ্রহণযোগ্য ও সম্মানজনক কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা এ কে এম আব্দুস সালাম বলেন, ‘যারা পদত্যাগ করেছেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। তাছাড়া এ কমিটি কেন্দ্রীয়ভাবে অনুমোদিত।’

তবে দলীয় প্যাডে তার স্বাক্ষর থাকার বিষয়ে প্রশ্ন করা হলে— তিনি মসজিদে আছেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *