কাওসার আহমেদ পনির
শাহিন চেয়ারম্যান ও তার ভাই শুভর দোহাই দিয়ে ১৭ বছর ধরে চলছে মাদক কারবার
ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী রানা আহমেদ এখনও রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শাহিন চেয়ারম্যান ও তার ভাই শুভ আহমেদের ছত্রছায়ায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।
হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শাহিন চেয়ারম্যান ও তার ঘনিষ্ঠরা এলাকা ছেড়ে পালালেও, রানা আহমেদ পালায়নি। বরং খোলস বদলে এখন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে। তবে স্বেচ্ছাসেবক দলে তার কোনো পদ নেই।
ফেসবুকে সমালোচনা করলেই হুমকি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাহিন চেয়ারম্যানের সঙ্গে রানা আহমেদের ছবি পোস্ট হলে অনেকেই সমালোচনামূলক মন্তব্য করেছেন। কিন্তু এসব মন্তব্যকারীদের তিনি প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে রাজধানীর যাত্রাবাড়ী থানায় এক ভুক্তভোগী ইতোমধ্যেই সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সচেতন মহলের আহ্বান
এলাকাবাসীর দাবি, রানা আহমেদ দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয়ের আড়ালে মাদক ব্যবসা ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। এজন্য তাকে কোনো রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া হলে কেরানীগঞ্জের তরুণ প্রজন্ম আরও বিপথগামী হবে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন,
“আওয়ামী লীগ থাকুক বা বিএনপি, রানা কারও ছত্রছায়ায় থাকতে চায়। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এলাকায় মাদকের দৌরাত্ম্য থামানো সম্ভব নয়।”
বিএনপি নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ
সচেতন মহল কেরানীগঞ্জ উপজেলা বিএনপি নেতাদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন—এই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না।