আবদুল আজিজ:
চট্টগ্রামের সাতকানিয়ায় আল-কুরআনুল কারীম ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দস্তারে ফজিলত বার্ষিক হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, দিনব্যাপী উপজেলার একটি কনভেনশন হলে আল-কুরআনুল কারীম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাও: ক্বারী আনোয়ারুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা মাস্টার জয়নাল আবেদীন, সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, কেরানীহাট নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শহরমূল্লুক রাশেদসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ও অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠান থেকে হিফজ শেষ হওয়া শিক্ষার্থীদের পাগড়ি সহ সনদ প্রদান এবং অভিভাবকদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া সকল শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠান জুড়ে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুরলিত কন্ঠে হামদ, নাদ, ইসলামী সংগীতে উৎসব মুখর পরিবেশ ছিল। দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরও ওমরার সুযোগ দেওয়া হয়।
এসময় মনোমুগ্ধকর তেলওয়াত করেন তানজানিয়ান ক্বারী শাইখ রেজা আইয়ুব ও মিশরীয় ক্বারী শাইখ মুহাম্মদ আব্দুল হাফিজ আদ-দুরানী।