ক্ষেত্রবিশেষ ছেলে সন্তানের থেকেও গুরু দায়িত্ব পালন করছে কন্যারা

প্রতিবেদক- ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

ক্ষেত্রবিশেষ ছেলে সন্তানের থেকেও গুরু দায়িত্ব পালন করছেন বর্তমান কন্যারা বললেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার {ইউএনও} জনবান্ধব হিসাবে সুপরিচিত ফারজানা রহমান
আমি কন্যা শিশু ‘স্বপ্ন গড়ি, সাহস লড়ি, দেশের
কল্যাণে কাজ করি’-এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ‘জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫’ উদযাপিত হয়েছে।
বুধবার ৮ অক্টোবর সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সভাপত্বিতে উপজেলা পরিষদের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা {ইউএনও} ফারজানা রহমান তার বক্তব্যে বলেন, একটা সময় ছিলো যখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশু বেশি চাইত পিতা-মাতারা। কন্যার শিশু জন্মগ্রহণে খুশি হতো না পিতা মাতারা। কন্যা শিশুর চেয়ে পুত্র সন্তানকে পরিবারে গুরুত্ব দেয়া হতো বেশি। তবে সময় বদলেছে, তার সাথে পরিবর্তন হয়েছে পিতামাতার চিন্তা ধারা। নানারকম বাধা-বিঘ্ন পেরিয়ে কন্যা শিশুরা এখন পুত্র সন্তানের মতো সমানতালে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অবদান রেখে চলেছে। কন্যা সন্তানও বৃদ্ধ পিতা-মাতার অসহায় জীবনে সহায় হয়ে দেখা দিচ্ছে। ক্ষেত্রবিশেষে পুত্র সন্তানের চেয়ে বাবা-মার প্রতি বেশি গুরুদায়িত্ব পালন করছে কন্যারা। এসময়ে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দসহ বিভিন্ন সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, কন্যা শিশু ও অভিভাবকরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *