খসরু মৃধা:
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মিরের বাজার ফ্লাইওভার এর নিচ থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাছুম ক্লাসিক বাসে অভিযান পরিচালনা করে ২৮ বোতল বিদেশী মদ সহ একজন কে আটক করেছে গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ,
আটককৃত যুবক আকবর (১৯) , সুনামগঞ্জ জেলার, দোয়ারা বাজার থানার মৃত আব্বাস আলীর ছেলে।
খোজ নিয়ে জানা গেছে , ২৬ অক্টোবর সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা গাজীপুর গামী মাছুম ক্লাসিক বাসে যাত্রী বেশে মাদক পরিবহন হচ্ছে এমন সংবাদ এর ভিত্তিতে নগরীর মিরের বাজার এলাকায় এস আই হুমায়ুন এর নেতৃত্তে অভিযান পরিচালনা করে পূবাইল থানা পুলিশ , এ সময় যাত্রী বেশে থাকা আকবর কে সন্দেহ হলে তাকে চেলেঞ্জ করে পুলিশ, এ সময় তার কাছে থাকা বিদেশি মদ সহ তাকে আটক করা হয়।
গাজীপুর মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তি তে বিদেশি মদ সহ ০১ জন আসামী আটকের ঘটনা টি নিশ্চিত করেছে জি এম পি আপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার আলমগীর হোসেন।
পূবাইল থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর আসামী কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।