গাজীপুরে বিএনপি’র উঠান বৈঠক নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ।

স্টাফ রিপোর্টার  :

গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকার ৪১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আয়োজিত উঠান বৈঠক নিয়ে একটি জাতীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন পোর্টালে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ করেছে মহানগরীর ৪১ নং ওয়ার্ড বিএনপি।

৬ই জুলাই রবিবার রাত ১১ টায় আমির উদ্দিন মুন্সি স্কুল এন্ড কলেজ সংলগ্ন বাঁশবাড়ি রেস্টুরেন্টে আকস্মিক এক সংবাদ সম্মেলনে মহানগরীর পূবাইল থানা এলাকার ৪১ নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন দেওয়ানসংবাদ সম্মেলনের মাধ্যমে জানান,গত শুক্রবার(৪জুলাই) ৪১ নং ওয়ার্ডের পূবাইল উচ্চ বিদ্যালয় নির্বাচনী কেন্দ্রের বেপারী পাড়া এলাকায় বিএনপি নেতা মরহুম আছান উদ্দিন হাজীর বাড়ির আঙিনায় তাহার নাতী ত্যগী বিএনপি নেতা মরহুম কবির হোসেনের স্মরণে তার কবরের পাশের খালি মাঠে,আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী কে বিজয় করার লক্ষ্যে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়েছিল,উক্ত উঠান বৈঠকে পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সরকার সহ পূবাইল থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে বৈঠকটি সফল ভাবে শেষ হয়।

কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে বিএনপি’র এই সফল উঠান বৈঠকে ঈর্ষান্বিত হয়ে কথিত আওয়ামী লীগের অনুসারী এবং আরো কিছু রাজনৈতিক দলের সদস্যদের ইন্দনে একটি জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনে বিগত শনিবার (৫ জুলাই) ‘গাজীপুরে আওয়ামী লীগ নেতার উঠানে বিএনপি’র উঠান বৈঠক’শিরোনামে বিতর্কিত একটি ডাহা মিথ্যা, কল্পনা প্রসূত, মনগড়া এবং ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ করে মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন।
যা আজ বিকেলে আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

তিনি জানান,ওই জাতীয় দৈনিকের মহানগর প্রতিনিধি একসময় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এর ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত ছিল,আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এলাকার নিরীহ বিএনপি নেতাকর্মীদের উপর তৎকালীন সরকারের পুলিশ দিয়ে মিথ্যা হামলা মামলার মাধ্যমে অনেক বিএনপি নেতাকর্মীদের ঘরছাড়া করেছিল।তিনি বিএনপিকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে, যার উদাহরণ ৫ তারিখের ঐ মিথ্যা সংবাদ প্রকাশ।

তার ব্যক্তিগত আক্রোশের শিকার ৪১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন।

এই প্রতিবেদক বিগত সময় ক্ষমতা দেখিয়ে প্রশাসনের মাধ্যমে কবিরের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলে,এই কষ্ট নির্যাতন সহ্য করতে না পেরে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।

আমরা ৪১ নং ওয়ার্ড বিএনপি কবিরের এই আত্মত্যাগকে স্মরণ করতেই তার পৈত্রিক ভিটায় উঠান বৈঠকের আয়োজন করেছিলাম।

এমন কি জাতীয় পত্রিকার ঐ অনলাইনে সংবাদে বিএনপি’র নেতাদের যে উদ্বৃত্তি দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ দেওয়া হয় নাই নেতাদের বক্তব্য কেটে আংশিক প্রকাশ করা হয়েছে।

প্রকৃতপক্ষে ওই উঠান বৈঠক নিয়ে পূবাইল থানা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে কোন দ্বিধা বিভক্তি নাই, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই অনুষ্ঠানটি সফল হয়েছে।

এ সময় বিএনপি’র ওয়ার্ড সভাপতি সংবাদ সম্মেলনের মাধ্যমে দায়িত্ব নিয়ে বলেন,কবির হোসেন এবং তার পরিবার বিএনপি’র বাইরে অন্য কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না,পত্রিকার ওই নিউজে মরহুম বিএনপি নেতা কবিরের ছোট ভাই মাসুদ রানা কে যুবলীগের ট্যাগ লাগানো হয়েছে,যা সম্পূর্ণ মিথ্যা।

ওই পত্রিকায় গাজীপুর মহানগর প্রতিনিধির সাথে তাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে স্বনামধন্য জাতীয় পত্রিকা টিকে তার হাতিয়ার বানিয়ে এ ধরনের আজগুবি সংবাদ প্রকাশ করা হয়েছে।

প্রকৃতপক্ষে মাসুদ রানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একজন সক্রিয় কর্মী, রাজনৈতিক এই দীর্ঘ পথ পরিক্রমায় সে ২ টি রাজনৈতিক মামলার আসামি হয়ে একাধীকবার জেল-জুলুম খেটেছে।

উক্ত সংবাদ সম্মেলনে তিনি ঐ জাতীয় পত্রিকার ঐ অনলাইন সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটিকে এ বিষয়ে তদন্ত করার অনুরোধ জানান।

সেই সাথে পত্রিকাটি অনতিবিলম্বে এই ভিত্তিহীন সংবাদ তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিবেন বলে বিএনপির নেতারা এসব কথা সংবাদ সম্মেলন করে জানান ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর ৪১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন,পূবাইল থানা বিএনপির সদস্য আফজাল হোসেন,৪১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক সিকদার,পূবাইল থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম সরকার, অর্থ সম্পাদক ফরহাদ মন্ডল, ৪১ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন,বিএনপি নেতা মাসুদ রানা, জাকির হোসেন সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *