গুলশানে শাহ আলম–রাজুর অবৈধ স্পা বাণিজ্য, পুলিশ প্রভাবিত হয়ে নীরব

নিজস্ব প্রতিবেদকঃ


রাজধানীর অভিজাত এলাকা গুলশান এখন অবৈধ কর্মকাণ্ডের নিরাপদ আস্তানা হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে, শাহ আলম ও রাজু হোসেন নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে গুলশান থানার রবি টাওয়ারের পাশের একটি বহুতল ভবনের লিফটের পাশে অবৈধ স্পা সেন্টার চালিয়ে আসছে।

স্থানীয় সূত্র জানায়, এই স্পা সেন্টারের আড়ালে চলছে নারী ব্যবসা, দেহ ব্যবসা ও মাদক সংশ্লিষ্ট অনৈতিক কার্যক্রম। প্রতিনিয়ত সেখানে অল্পবয়সী মেয়েদের আনা হয় এবং বিভিন্ন প্রভাবশালী মহলের লোকজন নিয়মিত যাতায়াত করে।

অভিযোগ রয়েছে, থানা পুলিশকে ম্যানেজ করেই শাহ আলম ও রাজু এই ব্যবসা চালাচ্ছে। নিয়মিত মাসোহারা পৌঁছে দেওয়ার কারণে পুলিশ তদারকির নামে শুধু নামমাত্র হাজিরা দেয়, কিন্তু কার্যত কোনো ব্যবস্থা নেয় না। এর ফলে গুলশানের মতো অভিজাত এলাকায় অবৈধ স্পা বাণিজ্য এখন প্রকাশ্য রূপ নিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই ধরনের অবৈধ কেন্দ্রগুলো শুধু সামাজিক অবক্ষয়ই বাড়াচ্ছে না, বরং দেশের আইনের প্রতি মানুষের আস্থা নষ্ট করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু সদস্য অর্থের বিনিময়ে অপরাধীদের ছত্রছায়া দিচ্ছে বলেই এ ধরনের স্পা ব্যবসা বন্ধ হচ্ছে না।

স্থানীয়দের দাবি, অবিলম্বে গুলশান থানার রবি টাওয়ারের পাশের এই অবৈধ স্পা সেন্টারসহ অনুরূপ সব আস্তানার বিরুদ্ধে কঠোর অভিযান চালাতে হবে। নইলে রাজধানীর অভিজাত এলাকাগুলোতেও অপরাধ, অনৈতিক কার্যকলাপ ও দুর্নীতি আরও গভীরভাবে প্রোথিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *