ঘোড়াশালে নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ

আনোয়ার হোসেন আনু:

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর তীর জুড়ে গড়ে উঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। আজ শনিবার (২৬ জানুয়ারী) সকাল ১১ টা থেকে বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিট্রেট মো: জিয়াউর রহমানের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ (বন্দর ও পরিবহন বিভাগ) পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক মো: মোবারক হোসেন মজুমদার, ঘোড়াশাল নদী বন্দরের উপ-পরিচালক মো: নূর হোসেন।

বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানায়, ঘোড়াশাল বাজার থেকে চর ঘোড়াশাল শ্মশ্বান ঘাট পর্যন্ত দশ একর এলাকা জুড়ে তিন শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠে। এসব স্থাপনা সড়িয়ে নিতে গত ৭ দিন আগে নোটিশ দেওয়া হয়। টানা ৪ দিন এই অভিযান চলবে বলেও জানান কর্মকর্তারা। নদীর পাড়ের যারা এসব অবৈধ স্থাপনা নির্মান করেছে সেগুলো ঘুড়িয়ে দিয়ে দখল মুক্ত করা হচ্ছে। নদী জায়গা রক্ষায় উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে বলেনও জানায় বিআইডব্লিউটিএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *