চাঁপাইনবাবগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও মরণোত্তর শিক্ষকদের সম্মাননা প্রদান

মোঃ মাহমুদুল হাসান;

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন কানসাট সোলেমান ডিগ্রী কলেজে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও মরণোত্তর শিক্ষকদের সম্মাননা প্রদান করেছে।

সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানসাট সোলেমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোলেমান ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মামুন অর রশিদ,কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মূলক,শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম এবং শাহাবাজপুর সোনামসজিদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হকসহ অন্যরা।

অনুষ্ঠানে সদ্য বিদায়কৃত ৪জন শিক্ষক,পূর্বে অবসরপ্রাপ্ত ২জন অধ্যক্ষ,২২জন সহকারী অধ্যাপক ও অফিস সহায়ককে সংবর্ধনা এবং ১ জন অধ্যক্ষ ও ৫ জন সহকারী অধ্যাপক সহ ৬ জন কে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *