চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ মাহমুদুল হাসান;

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক,এরফান গ্রুপ ও প্রবীণ হিতৈষী কর্তৃক ১৫ই জানুয়ারি বুধবার সকাল ১০ঃ৩০ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ সাটু মার্কেট ৩য় তলায় প্রবীণ অফিসে,বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুন,এরফান গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম সিআইপি।

স্বাগত বক্তব্য রাখেন,প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আফসার আলী।

প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ বক্তব্যে বলেন,শীতার্ত মানুষের মাঝে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র যাদের শীতবস্তু নেই,শীত নিবারণের জন্য যাদের সামান্য একটি কম্বল নেই,আমাদের সকলেরই উচিত মনুষ্যত্বের চর্চায় গুণান্বিত হয়ে মানবিক কাজে তাঁদের পাশে এগিয়ে আসা। এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
বক্তব্য দেন,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুন।

এরফান গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম সিআইপি বলেন,চাঁপাইনবাবগঞ্জ সহ সারা বাংলাদেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় এরফান গ্রুপ সহযোগিতায় সদা প্রস্তুত রয়েছে। আমরা চেষ্টা করব শীতার্ত মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। আপনাদের কষ্ট কিভাবে লাঘব করা যায়,সেটি নিয়ে আমরা কাজ করছি। শীতার্ত মানুষের পাশে থাকার প্রস্তুতিও ব্যক্ত করেন তিনি।

আলোচনা শেষে উপস্থিতি শীতার্তদের হাতে উপহার হিসেবে কম্বল তুলে দিয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি।

কম্বল বিতরণ শেষে,এরফান গ্রুপের প্রয়াত চেয়ারম্যান এরফান আলীর বিদায়ী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

মূলত এরফান গ্রুপের সার্বিক সহযোগিতায় প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *