মোঃ মাহমুদুল হাসান:
“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে শিবগঞ্জ উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী।
উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নুরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াবসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জাতিসংঘ ১৯৯০ সালে ১ অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এরপর ১৯৯১ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালিত হয়ে আসছে প্রবীণদের অধিকার, সুরক্ষা এবং বার্ধক্যজনিত সমস্যার প্রতি সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে।
আলোচনা সভায় বক্তারা প্রবীণদের অভিজ্ঞতা ও অবদানের কথা তুলে ধরে বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে প্রবীণদের মূল্যবান অবদান আজও প্রাসঙ্গিক। তাদের প্রতি শ্রদ্ধা ও যত্ন নেওয়া আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।