চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মাহমুদুল হাসান:

 

উৎসব মুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

১১ ফেব্রুয়ারি ২০২৫ ইং মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকার সময় থেকে বিকাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর বিএনপির আয়োজনে,চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কমিটি গঠন করা হয়,তবে ঘোষণা করা হয়নি। পরে সদস্যদের নিয়ে ভোটের মাধ্যমে কমিটি দেয়া হবে বলে জানান নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন,চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর বিএনপির আহ্বায়ক সারোয়ার জাহান।

প্রধান অতিথির উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ সৈয়দ শাহীন শওকত।

সম্মেলনের কার্যক্রম শুরু হয়,জাতীয় সংগীত,দলীয় সংগীত পরিবেশন,দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা।

সঞ্চালনা করেন,চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম. জামাল বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম,সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু,যুগ্ম আহ্বায়ক কামরুল আরেফিন বুলু, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র দলের আহ্বায়ক মোঃ ইউসুফ রাজা,চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক হোসেন,যুগ্ম আহ্বায়ক মোঃ হাসান ইমতিয়াজ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *