কামরুল ইসলাম:
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার একটি বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলার মূল আসামি মো. নুরুল হক বাবুকে তিনটি মামলায় গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) জায়েদ আব্দল্লাহ বিন ছরওয়ার, এসআই (নিঃ) মো. ফয়সাল, এসআই (নিঃ) হৃদয় মাহমুদ লিটন ও সঙ্গীয় ফোর্স ৫ আগস্ট রাতের অভিযানে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মো. নুরুল হক বাবুকে তার বর্তমান ঠিকানা হোসনে কলোনি, বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে তিনটি পৃথক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। মামলাগুলো হলো:
-
মামলা নং-১২, তারিখ-১৬/০৮/২০২৪; ধারা: ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩০২/১০৯/৩৪ পেনাল কোড;
-
মামলা নং-২২, তারিখ-৩০/০৮/২০২৪; ধারা: ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৬/৩০৭/৩০২/১০৯/৩৪ পেনাল কোড এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ডি), বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮-এর ৩(ক);
-
মামলা নং-২৬, তারিখ-২০/০৯/২০২৪; ধারা: ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৬/৩০৭/১০৯/৩৪ পেনাল কোড এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন ৩(ক)।
নুরুল হক বাবু (বয়স ৩০), পিতা তোফাজ্জল হক তপু এবং মাতা মরিয়ম বেগম ওরফে আয়েশা বেগম, স্থায়ীভাবে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ষোলশহর ২ নম্বর গেইট এলাকায় বসবাস করতেন।
গ্রেফতারকৃতকে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে চান্দগাঁও থানা পুলিশ।