চান্দগাঁও ওসির অভিযানে ছিনতাইকারী গ্যাং সদস্য আটক

কামরুল ইসলাম: 

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ জুলাই ২০২৫) গভীর রাতে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই হারেছ মোঃ কুসুম ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

রাত আনুমানিক ২টা ২০ মিনিটে অভিযান চালিয়ে চান্দগাঁও থানার মামলা নং-১৬, তারিখ-১৯/০৭/২০২৫, পেনাল কোডের ধারা ৩৯৯/৪০২ অনুযায়ী অভিযুক্ত আসামি ফাল্গুন ত্রিপুরা (২১) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফাল্গুন ত্রিপুরা খাগড়াছড়ি জেলার সদর থানাধীন সৈয়ন্দরপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত সুরেশ কান্তি ত্রিপুরা ও মাতার নাম মন্তি ত্রিপুরা।

ওসি মোঃ আফতাব উদ্দিন জানান, “ছিনতাইয়ের প্রস্তুতিকালে সন্দেহভাজন ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান চলমান রয়েছে।”

চান্দগাঁও থানা পুলিশ জানিয়েছে, এই অভিযান চলমান প্রক্রিয়ার অংশ, যাতে শহরে গড়ে ওঠা অপরাধ চক্রগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *